ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আ.লীগের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আ.লীগের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলা ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিপূর্ণ ছিল শিল্পকলা একাডেমি প্রাজ্ঞন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যাব্যাপী সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত মঞ্চে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, বাউল গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, অভিনেত্রী তারিন।

এর বাইরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চের অভিনেতা-অভিনেত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।