ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১৬ বছর পর পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
১৬ বছর পর পলাতক আসামি গ্রেফতার

ঢাকা: দীর্ঘ ১৬ বছর পর খুনের মামলার পলাতক আসামি ডাকাতদলের নেতা সাইফুল ইসলাম ওরফে জালালকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (৩০ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, ২০০৭ সালের ১২ এপ্রিল রাতে সাইফুল ইসলাম ওরফে জালাল ১৫-১৬ জন ডাকাত সদস্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় আরিছ মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতিতে বাধা দিলে আরিছ মিয়াকে গুলি করে সাইফুল।

পরে হাসপাতালে নিলে চিকিৎসক আরিছ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় খুনসহ ডাকাতির মামলা দায়ের করেন।

এরপর থেকে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘ ১৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার সাইফুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।