ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

আটকরা হলেন, মো. তারিকুল ইসলাম (৪০), মো. গোলজার হোসেন (৪৫) ও  মো. সোহাগ (২৯)।

এ সময় তাদের কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন ও ২ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব।  
    
তিনি জানান, সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩

এমএমআই/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।