ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দ্রুতগামী একটি বালি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় শহর আলি (৬০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আইউদ্দিন শেখ (৬০) গুরত্বর ভাবে আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহর আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের মৃত শীতল মণ্ডলের ছেলে ও আহত আইনুদ্দিন শেখ কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার মৃত লতিফ শেখের ছেলে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, মোটরসাইকেলটি পার্শ্ব সড়ক থেকে প্রধান সড়কে উঠতেছিলো। এ সময় বালি বোঝাই ট্রাকের ধাক্কা মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরোহী গুরত্বর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে খোকশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

এই সময় স্থানীয় জনতা ঘাতক ড্রাম ট্রাক ও চালক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।