ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিআইজি পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
ডিআইজি পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার গ্রেফতার প্রতারক আজিম

ফেনী:পাঁচটি প্রতারণার মামলার আসামি আজিম উদ্দিন অবশেষে গ্রেফতার হয়েছেন। ফেনীতে পুলিশের ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার আজিম চট্টগ্রামের মিরসরাই এলাকার আবু জাফরের ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মিয়ার নেতৃত্বে চট্টগ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের ভাতিজা মো. মহসিনকে ডিআইজি পরিচয়ে মামলার হুমকি দেয় এ প্রতারক। পরে মহসিন মামলা করলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান বের করে তাকে গ্রেফতার করা হয়।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজিমের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুটি, মিরসরাইয়ে দুটি, ফেনী থানায় একটিসহ পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।