ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অফিসের চারপাশে ঘুরছে ৩ বাঘ, আতঙ্কে বনরক্ষীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
অফিসের চারপাশে ঘুরছে ৩ বাঘ, আতঙ্কে বনরক্ষীরা

বাগেরহাট: সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে।  

গেল ২৪  ঘণ্টা ধরে বাঘ তিনটি বন বিভাগ অফিসের চারপাশে ও এর আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

বাঘ তিনটির এতো কাছাকাছি ঘুরে বেড়ানোতে আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে।  

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ তিনটিকে। এখনও হিংস্র প্রাণীগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে।  এ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি। আমরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছি।  

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো এভাবে ঘুরে বেড়ায়। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।