ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কবরস্থান পরিষ্কারের সময় ফারসি হরফে লেখা পাথর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
কবরস্থান পরিষ্কারের সময় ফারসি হরফে লেখা পাথর উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থান পরিষ্কারের সময় ফারসি হরফ খোদায়কৃত একটি পাথর উদ্ধার করেছে পুলিশ। এটি কষ্টি পাথর বলে ধারণা পুলিশের।

শনিবার (০৪ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া কবরস্থান থেকে এই পাথর উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত পাথরটির ওজন প্রায় ৪৫ কেজি।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়ার থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, স্থানীয়রা কবরস্থানটি পরিষ্কার এবং সমান্তরাল করার কাজ করছিল । সেখানে স্কেবেটর দিয়ে মাটি খননের একপর্যায়ে পাথরটি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পাথরটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি কষ্টিপাথর। পাথরটিতে ফারসি হরফে কিছু লেখা ছিল। বর্তমানে থানার হেফাজতে আছে পাথরটি। আদালতের নির্দেশক্রমে পাথরটি পরীক্ষার জন্য পাঠানো হবে পরীক্ষাগারে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।