ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ আটক ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ নোয়াখালী।



আটকরা হলেন- জেলা সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন রাজিব (২৩) ও মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (১৯)।  

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাজিব ও এমরানকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটকরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।