ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি: গ্রেফতার বাবা-ছেলের রিমান্ড চেয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি: গ্রেফতার বাবা-ছেলের রিমান্ড চেয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজারকে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানির জন্য আগামীকাল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

গ্রেফতার দুজন হলেন- আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার।  

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে আঙ্গুরা শপিং কমপ্লেক্স ভবনের মালিক আজাহার তালুকদারের অস্ত্রের গুলিতে গুরুতর আহত হন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজার শফিউর রহমান কাজল ও কর্মচারী জনি। পরে গুলিবিদ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

>>> পড়ুন নারায়ণগঞ্জে ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজারকে গুলি

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।