ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে ৬৫ বোতল মদসহ ২ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
চাটখিলে ৬৫ বোতল মদসহ ২ বিক্রেতা গ্রেফতার আসামিরা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের মোকারাম বাড়ির মো. ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান রুবেল (৪৮) ও কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন শিখাব (২১)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের মদসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।