ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব

রাজশাহী: ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর রাজিব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের পুরস্কার বিতরণ করেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

 

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সেক্টর কমাণ্ডারস ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মাহবুব।

সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসান খন্দকার অনুষ্ঠানে সভাতিত্ব করেন সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ এর সহধর্মিনী সাহানা আহমদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মিজানুর রহমান, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, সেক্টর কমাণ্ডারস ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, ডা. রাজিব স্মৃতি সংসদের সদস্য সচিব একেএম ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।