ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিকল হওয়া ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বিকল হওয়া ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদরের ভবাইনগর পাঁচবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নূর ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের বালাহাট এলাকার কসর আলীর ছেলে। তিনি সদর উপজেলার চকরামপুর মাদরাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজ শেষে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নূর ইসলাম। পথে সদরের ভবাইনগর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।