ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে গাড়িচাপায় তিন বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ঘাটাইলে গাড়িচাপায় তিন বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার লাউয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২২), একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আলমগীর (৩০) এবং ধনবাড়ী উপজেলার শ্রীহরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম মিয়া (২২)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, একটি মোটরসাইকেলে তিন বন্ধু বিকেলে ঘুরতে বের হন। রাতে বাড়ি ফেরার সময় লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়িচাপায় তিনজনেরই মৃত্যু হয়।

তাদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।