ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ২০ বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ময়মনসিংহে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ২০ বাড়িতে আগুন স্বজনদের আহাজারি

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাজ্জাদুল হক ওই এলাকার মো. তাহির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন নিহতের স্বজনরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

এ সময় মারাত্মক আহত অবস্থায় সাজ্জাদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুনের ঘটনার পর আগুন লাগিয়ে অন্তত ২০টি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সাজ্জাদুল হকের বড় ভাই এনামুল হক বলেন, প্রায় ৩০০ একর জমিতে বোরো আবাদ করার জন্য একটা ট্রান্সফরমারের আবেদন করেছিলাম। সেই অনুযায়ী পিডিবি ট্রান্সফরমার অনুমোদন দিয়েছিল। কিন্তু স্থানীয় একটি পক্ষ এতে বাধা দিয়ে আসছিল। এ নিয়ে কিছুদিন ধরে ঝামেলা হলে স্থানীয় চেয়ারম্যান জনি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিপক্ষরা তা মানেনি।

তিনি আরও বলেন, ঘটনার দিন পিডিবির ঠিকাদার শ্রমিক নিয়ে কাজ শুরু করেন। এ সময় স্থানীয় রায়হান, শিমুল, উজ্জল, সুজন, বাবুলসহ কয়েক মিলে ঠিকাদারকে খুঁটি স্থাপনে বাধা দেন।

এ ঘটনার খবর পেয়ে আমার ভাই ভাতিজাসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে রায়হান, শিমুল, উজ্জল, সুজন, বাবুলরা অতর্কিত দা বল্লম নিয়ে হামলা করে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি বলেন, ঘটনাটি মীমাংসা করার চেষ্টাও করেও পারিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।