ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেনীতে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প

ফেনী: ফেনীতে বিজিবির উদ্যোগে প্রান্তিক জনপদের মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।  
সোমবার ( ২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন শ্রীপুর বিওপির উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী গরীব ও দুঃস্থ জনসাধারণদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

 

এই ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন আজরা সাবিহা হক, এএমসি, ভারপ্রাপ্ত এসএমও, সেক্টর সদর দফতর, কুমিল্লা এবং ডা. মো. মোতাহার হোসেন ভূঁঞা, মেডিকেল অফিসার, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।  

ক্যাম্পেইনে ৮৮ জন পুরুষ, ১২৭ জন নারী ও ৭২ জন শিশু মিলিয়ে ২৮৭ জনকে চিকিৎসা সেবা এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএইচডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।