ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবপুরে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
শিবপুরে বাসচাপায় শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর সাত্তার উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিঘর এলাকা অতিক্রম করার সময় মহাসড়ক পারাপার হতে যাওয়া আব্দুর সাত্তারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, বাসের চাপায় একজন মারা গেছেন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।