ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ: শ্রেষ্ঠ কর্মচারী মারুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ: শ্রেষ্ঠ কর্মচারী মারুফ

ফেনী: কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফেনীর দাগনভূঞার ইউএনও। উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারী কর্মদক্ষতা মূল্যায়নে চালু করেছেন শ্রেষ্ঠ দক্ষ কর্মচারী ‍পুরস্কার।

ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ দক্ষ কর্মচারী হিসেবে উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মারুফকে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা পরিষদের মাসিক সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বলেন, এখন থেকে প্রতি মাসে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর থেকে একজন করে শ্রেষ্ঠ কর্মচারী মনোনীত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।