ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি শামীম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি শামীম আটক আটক রেজাউল করিম ওরফে শামীম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সোনায়েত উল্লাহ (৪১) হত্যা মামলার প্রধান আসামি মো. রেজাউল করিম ওরফে শামীমকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

আটক রেজাউল পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল এলাকার মতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভৈরবে সোনায়েত উল্লাহ (৪১) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার সূত্র ধরে আসামিকে আটক করতে গোয়েন্দা নজরধারী শুরু করে র‌্যাব সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজ বাড়ি থেকে রেজাউল করিম ওরফে

শামীমকে আটক করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও ময়মনসিংহ সদর কোম্পানির যৌথ আভিযানিক দল। আটক রেজাউলকে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।