ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ককটেলসহ রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ককটেলসহ রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আটক

রাজশাহী: রাজশাহীর কাদিরগঞ্জ এলাকা থেকে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সিফাত আলমকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

 

এ সময় তার কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। সিফাত মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সিফাতের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। তার নামে নাশকতার অভিযোগ ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।