ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাজিরায় ভুট্টা ক্ষেত থেকে ১৬ হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
জাজিরায় ভুট্টা ক্ষেত থেকে ১৬ হাতবোমা উদ্ধার

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার দুর্বাডাঙ্গা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে দুটি বালতিতে রাখা ১৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, দুপুরে এ হাতবোমাগুলো উদ্ধার করেন তারা। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে বোমা বানানোর বিপুল সরঞ্জাম উদ্ধার করেছেন তারা।

মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুর্বাডাঙ্গা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে দুটি বালতিতে চালের কুঁড়ার মধ্যে রাখা ১৬টি হাতবোমা উদ্ধার করে। এরপর পার্শ্ববর্তী একটি খালের মধ্যে বোমাগুলো ফেলে দেওয়া হয়, যাতে এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।  

তিনি আরও জানান, বিলাসপুরে সংঘর্ষে ব্যবহার করার জন্য কিছু বোমা রাখা আছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাগুলো পতিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেগুলো নষ্ট করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।