ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

যশোর: মাঠে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া গেল ছয়টি সোনার বার। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের চৌগাছার থানার মাসিলা সীমান্তের একটি মাঠ থেকে সোনার বার ভর্তি ব্যাগটি উদ্ধার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোনার একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে মাসিলা সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০০ গ্রাম। এর বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধার করা সোনা চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হবে।

বাংলাদেশ সময়: ২৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ ,২০২৩
ইউজি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।