ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে রোগীর মৃত্যু, নার্সদের মারধরের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ঢামেকে রোগীর মৃত্যু, নার্সদের মারধরের অভিযোগ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে নার্সরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সসহ আহত হয়েছে তিনজন।

তারা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নার্সরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢামেক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২০৪ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এরপরই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত নার্সদের ওপর চড়াও হোন। রাত ১২টার দিকে হাসপাতালের দরজা, টেবিল ও ওষুধের ট্রলিসহ বেশকিছু জিনিসপত্র তারা ভাঙচুর করেন। পরে বৃদ্ধার মরদেহটি ছাড়পত্র ছাড়াই জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওইসময় আনসার ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।

হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ নাজমা খাতুন জানান, ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। দায়িত্বরত নার্সরা চিকিৎসককে সে খবর জানান। ওই মুহূর্তে রোগীর স্বজনরা নার্সের (পুরুষ) ওপর চড়াও হন। তাকে ব্যাপক মারধর করেন। এটি দেখে দুই জন নারী নার্স এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।

তিনি জানান, এই ঘটনায় এক নারী নার্সের হাতের আঙুল কেটে গেছে। সেখানে তিনটি সেলাই করা হয়েছে। বাকি দুইজনেরও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে।

এদিকে নিহত মনোয়ারা বেগমের ছেলে সুজন জানান, সোমবার সন্ধ্যায় একটি অটোরিকশার ধাক্কায় তার মা আহত হোন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে ঢামেক নিয়ে যান। সেখানে তার মায়ের মৃত্যু হয়।

নার্সদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার মায়ের মৃত্যুর পর ওয়ার্ডে হট্টগোল শুরু হয়। তবে যারা নার্সদের মারধর করেছেন তাদের কাউকে তিনি চেনেন না।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে নার্স-কর্মচারীদের মারধর করেছেন। এটি কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ঘটনাটি রাতেই পুলিশে জানানো হয়েছে। তারা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছেন। অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ জানান, পুরাতন ভবনের ২০৪ ওয়ার্ডে এক নারীর মৃত্যু কেন্দ্র করে হট্টগোল হয়। তারা ওই ওয়ার্ডের টেবিলসহ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।