ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন।

জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।  

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।