ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে খাদ্যসামগ্রী-বস্ত্র সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে খাদ্যসামগ্রী-বস্ত্র সহায়তা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়িয়াব এলাকায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, সাংবাদিক এসএম শাহাদাত প্রমুখ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াব এলাকার সাইফুল ইসলাম ও আশরাফ আলী খানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাইফুলের বাড়ির ৭টা ভাড়াটিয়াঘর ও আশ্রাব আলী খানের বাড়ির ৩টি ভাড়াটিয়াঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নগদ ৮ লাখ টাকা ও ৭ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।