ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মাটি কাটার অভিযোগে ৮ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
গাজীপুরে মাটি কাটার অভিযোগে ৮ জনকে কারাদণ্ড

গাজীপুর: গাজীপুরে সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় রাতের অন্ধকারে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকু ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।  

এ সময় ভেকু ও ড্রাম ট্রাকের ছয় চালক ও দুইজন সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনকে ১৫ দিনের এবং একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত পাঁচটি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল ব্যবসায়িরা। এ নিয়ে দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে একাধিক সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে সোমবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয় টের পেয়ে অনেকেই দৌড়ে পালিয়ে যায়। তবে চেষ্টা চালিয়ে পুলিশ ৮ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৭ জনকে ১৫ দিন এবং একজনকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫টি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ সময় গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন।  

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ আলী বলেন, অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই কৃষি জমির মাটি কেটে নষ্ট এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করা যাবে না। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলবে।  

এ নিয়ে ১৯ ফেব্রুয়ারি ‌‘গাজীপুরে মাটি কাটার মহোৎসব, হারিয়ে যাচ্ছে কৃষি জমি’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।