ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিচারকের সংখ্যা বাড়াতে বলেছে সংসদীয় কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বিচারকের সংখ্যা বাড়াতে বলেছে সংসদীয় কমিটি

ঢাকা: আদালতের বিচারকার্য দ্রুত করার জন্য মন্ত্রণালয়কে বিচারকের সংখ্যা বাড়াতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১ মার্চ) জাতীয় সংসদের সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুস সাত্তার ভূঞা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধম বৈঠক থেকে ২৬তম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

এ বৈঠকে বিচারকার্য দ্রুত করার জন্য বিচারকের সংখ্যা বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কমিটি সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেনকে সাব কমিটি-২ এ অন্তর্ভুক্ত করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় ১৫৫০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।