ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ আটক দুই

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (১ মার্চ) দুপুরে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আটকৃতরা হলেন- দিনাজপুর জেলার সদর উপজেলার কলেজ মোড় এলাকার পিয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (২৭) ও মৃত আলম মিয়ার ছেলে হীরা ইসলাম (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাসে ছয়টি বস্তায় রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনকারী ওই মাদককারবারিদের আটক করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আটক দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়েই সারাদেশে মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।