ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নাটা গাড়ির ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
নাটা গাড়ির ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরায় ইঞ্জিনচালিত নাটা গাড়ির ধাক্কায় রিপন শেখ (৩৭) নামে এক ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।

বুধবার (০১ মার্চ) শহরের দোয়ার পাড় সিদ্দিকের মোড়ে এতিম খানা রোড এলাকায় এ সড়ক দুঘটনা ঘটে।

নিহত রিপন খুলনা জেলার ফুলতলা এলাকার নুর মহম্মদ শেখ ছেলে। মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় সাথী আক্তারের বাড়ির ভাড়া বাসায় থাকতেন তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আজ ১২ টার দিকে সিদ্দিকের মোড়ে দোকানে খাদ্যপণ্য ডেলিভারি দেওয়ার জন্য কোম্পানি ভ্যানের কাছে দাঁড়িয়ে ছিলেন রিপন শেখ। এ সময় একটি নাটা গাড়ি এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হস। স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটক গাড়ি আটক করা হয়েছে।  

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।