ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাত দিনের নবজাতক শিশু উদ্ধার, ২ অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
সাত দিনের নবজাতক শিশু উদ্ধার, ২ অপহরণকারী আটক

ঢাকা: রাজধানীর ধামরাইয়ে সাত দিনের নবজাতক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম-পরিচয় জানা যায় নি।

শুক্রবার (৩ মার্চ) যশোরের অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অপহরণকারীদের কাছ থেকে সাত দিনের নবজাতককেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।