ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে খালে মিলল বস্তাবন্দি কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
চৌদ্দগ্রামে খালে মিলল বস্তাবন্দি কঙ্কাল

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে শুকনো খাল থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৪ মার্চ) চৌদ্দগ্রাম পৌরসভার চাটিতলা সংলগ্ন কৃষ্ণচরা নামে শুকনো খাল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী।

জানা গেছে, সরকারিভাবে কৃষ্ণচরা খাল খননের কাজ চলছে। শনিবার দুপুরে খননকাজে নিয়োজিত লোকজন বস্তাবন্দি কঙ্কালটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, কৃষ্ণচরা খাল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশ থেকে উদ্ধারকৃত পরিধেয় বস্ত্র ও বেল্ট দেখে ধারণা করা হচ্ছে এটি পুরুষ মানুষের। উদ্ধারকৃত কঙ্কালের সুরতহাল শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।