ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনামুক্ত হলেন পলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
করোনামুক্ত হলেন পলক

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (৫ মার্চ) সকালে ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।  

তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবার দোয়ায় গত শনিবার সন্ধ্যায় আমার করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আবার সবার সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি।

এর আগে গত রোববার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট পান তিনি। এ সময় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।