ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রদান

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লি. ও অক্সিকো লিমিটেডের বয়লার প্লান্টে বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। একইসঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

রোববার (০৫ মার্চ) প্রতিমন্ত্রীর নির্দেশে নিহত ও আহতদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছেন শ্রম প্রতিমন্ত্রী।

দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দাফন কাফনে ২৫ হাজার টাকা ও প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসায় প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।  

চেক দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান এবং চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা।  

গতকাল শনিবার (৪ মার্চ) দুর্ঘটনার পর থেকেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম অফিস কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহতদের তথ্য অনুসন্ধানে চট্টগ্রামের জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে অধিদপ্তরটির চট্টগ্রাম অফিস চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি কাজও শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
জিসিজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।