ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুল আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুল আটক 

ঢাকা: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইদুল ইসলামকে (৩২) ২৯৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব-৩।

রোববার (৫ মার্চ) ভোরে মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। আসামি দীর্ঘ দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিলের চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।  

এছাড়াও তিনি মাইক্রোবাস চালানোর আড়াঁলে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের চালান বহন করে আসছিলেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।  

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটক আসামি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্ত হয়ে পুণরায় একই পেশায় নিয়োজিত হয়।

অধিনায়ক আরও জানান, আটক আসামির নামে খুলনা মহানগরীর হরিণটানা থানায় ২০১৩ সালে একটি মাদক মামলা দায়ের হয়। ওই মামলায় সে আইন শৃঙ্খলা বাহিনী হাতে গ্রেফতার হয়ে কিছুদিন জেল খেটে জামিনে মুক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।  

পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০১৬ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।