ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে

বরিশাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) ড. মো. হারুন-অর রশিদ বিশ্বাস বলেছেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্মার্ট হতে হবে।

রোববার (৫ মার্চ) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঠাকুরমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কাথা বলেন তিনি।

দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বপ্রথম দেশের যুগপোযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন। একদিন দেশের একটি রাজনৈতিক দল মনে করতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের মতো ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তেমনি দেশের টাকায় পদ্মা সেতু কোনোদিনও আলোর মুখ দেখবে না। মেট্রোরেল তা বিদেশেই সম্ভব। আজ ওই রাজনৈতিক দলের নেতারা বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী সাহসিকতায় সকল প্রকল্পের কাজ সফল দেখে দিশেহারা হয়ে পরেছেন।  

যে কারণে তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন দেশে অস্থিশীলতা সৃষ্টি করতে চায়। কিন্তু তারা জানেন না, দেশের আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। তাই জনসাধারণের জানমালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঠাকুরমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, চলতি বছরের প্রথমার্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে বির্তকিত করতে ওই দলের নেতারা নানাগুজব ছড়িয়েছিরো। শেষপর্যন্ত তারা সফল হয়নি। ভবিষ্যতেও তারা কোনো গুজব ছড়িয়ে কিংবা ষড়যন্ত্র করে সফল হবেনা।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে রোববার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের সম্ভ্রাব্য প্রার্থী, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন।

প্রধান শিক্ষক ফারুক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মো. তারিকুল ইসলাম তারেক প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধণ করেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সান্টু।

বাংলাদেশ সময়: ১৬০১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ