ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লার আফজল খানের ছেলে ইমরান মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
কুমিল্লার আফজল খানের ছেলে ইমরান মারা গেছেন

কুমিল্লা: কুমিল্লার এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (০৬ মার্চ) দুপুর সোয়া ১টার সময় কুমিল্লা মুন হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর ঠাকুরপাড়ার বাসায় ঘুমের মধ্যে রাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা ইমরান খানের বড় বোন আঞ্জুম সুলতানা সীমার।

সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য বলেন, রাতে ঘুমিয়ে যাবার পর সে ঘুম থেকে ওঠেনি। আমাদের ধারণা রাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়।  

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে ইমরান। কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন তিনি।  

এছাড়া আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।