ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে ঝগড়া করে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বাবার সঙ্গে ঝগড়া করে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

রাজশাহী: রাজশাহীতে বিষপানে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ মার্চ) রাতে রোজিনা খাতুন (২০) ও সোমবার (৬ মার্চ) সকালে মো. সজলের (২২) মৃত্যু হয়।

এই দম্পতির বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়া এলাকায়।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সজল তার বাবা সোহেলের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। রোববার সন্ধ্যায় বাবার সঙ্গে সজলের ঝগড়া হয়। পরে রাতে একসঙ্গে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই দম্পতি।

পরিবারের লোকজন রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে ভর্তির পর রোববার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। আর সোমবার সকালে মারা যান সজলও।

ওই দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান শাহ মখদুম থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ