ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ‌‘গুলি করে হত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ‌‘গুলি করে হত্যা’

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ওই রোহিঙ্গা নেতার নাম ওয়াক্কাস রফিক (৪০)।

তিনি ৯ নম্বর ক্যাম্পের নেতা ছিলেন।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার বালুখালীর ৯ নম্বর শিবিরের সি ব্লকে ওই হত্যাকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ২০-৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল ওই রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে খুন করা হয়েছে।  

মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে শেখ মো. আলী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে এপিবিএন পুলিশ  বিশেষ অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ