ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ধারকাজে সহযোগিতা চেয়েছে ডিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
উদ্ধারকাজে সহযোগিতা চেয়েছে ডিএমপি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৫ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছে।

হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধারকাজে সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মহিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। একটি ভবনের সঙ্গে অন্য ভবন একেবারেই লাগোয়া। একই সঙ্গে এই ভবনের আশপাশে কয়েকটি ব্যাংক রয়েছে। যে কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালাতে হচ্ছে।

এ ঘটনায় হতাহতের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পাশে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিস্ফোরণে নিহত ১৫ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।