ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৭ তলা ভবনের চার ফ্লোরে ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
৭ তলা ভবনের চার ফ্লোরে ব্যাংক

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেটি সাত তলা। ভবনের চারটি ফ্লোরেই অফিস আছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাকের।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ওই ভবনে বিস্ফোরণ ঘটার পর থেকে নিয়ন্ত্রণ কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। দগ্ধ হয়ে যাওয়া কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেটি সাততলা। ভবনের ৪টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় স্যানিটারির দোকান রয়েছে।

কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন। পাশের একটি ভবনের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।