ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভবনটি ঝুঁকিপূর্ণ, উদ্ধারকাজ সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ভবনটি ঝুঁকিপূর্ণ, উদ্ধারকাজ সাময়িক বন্ধ

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় সাততলা ভবনটির নিচতলাসহ আন্ডারগ্রাউন্ডে কয়েকটি পিলারে ফাটল ধরেছে।  

দুইতলার ছাদ ভেঙে যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এই কারণে আপাতত ভবনটিতে উদ্ধারকাজ বন্ধের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় উদ্ধার কাজ চলাকালে মাইকে এ ঘোষণা দেওয়া হয়।  

ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকে ঘোষণা দেন, ভবনটি রাজউকের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তাই সাময়িক সময়ের জন্য উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করছি। প্রকৌশলীরা এসে ভবনটি পরীক্ষা করার পরই পুনরায় উদ্ধারকাজ চালু হবে।  

বিকেলে রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শতাধিক আহত হয়েছেন। আহতরা আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ইএসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।