ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্দিক বাজারে বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাশ ঘরে থাকা ১৬জন মরদেহের মধ্যে ১১ জনেরই নাম-ঠিকানা শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্বামী-স্ত্রী আছেন বলে স্বজনরা দাবি করেন।

তারা হলেন- মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী বেগম (৩৫)।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ওই হাসপাতালে জরুরি বিভাগের লাশঘরে স্বামী-স্ত্রীর মরদেহ শনাক্ত করেন মুমিনুলের চাচা জয়নাল আবেদীন।

তিনি জানান, নিহত দম্পতি চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। এ ঘটনার সময় ঘটনাস্থলের আজাদ স্যানেটারি নামে একটি দোকানে স্বামী-স্ত্রী মালামাল ক্রয় করার জন্য যায়। তখনই বিস্ফোরণের ঘটনায় তারা আহত হয়। পরে তাদের হাসপাতালে অন্যান্যদের সাথে নিয়ে এলে তারা মারা যান।  

জয়নাল আবেদীন দাবি করে জানান, নিহত দুজনই স্বামী-স্ত্রী।

ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগের সাত নম্বর ওয়ার্ড থেকে জানা যায় বাকি ১৪ জনের মরদেহ ধীরে ধীরে সবই শনাক্তর পর্যায়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।