ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে আগুনে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
বড়াইগ্রামে আগুনে ৩ জনের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন নিহতের স্বামী ও এক প্রতিবেশী।

মঙ্গলবার (০৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণসহ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

নিহতরা  হলেন- মোছা. সোনিয়া বেগম (৩৫), তার শিশু সন্তান অমিয়া খাতুন (১০) ও মো. অমর হোসেন (৫)। আর আহতরা হলেন- স্বামী অলি বক্স প্রামাণিক (৪২) ও প্রতিবেশী আনোয়ার হোসেন (৩৭)। তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।