ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিস্ফোরণে হতাহতদের সহায়তার ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
বিস্ফোরণে হতাহতদের সহায়তার ঘোষণা

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা ও গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং সামান্য আহতদের ১৫ হাজার টাকা সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে সিদ্দিক বাজার বিস্ফোরণে জেলা প্রশাসনের সহায়তা বুথ বসানো হয়েছে। এ বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বুথ বসানো হয়েছে। আমাদের টিম কাজ করছে। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন বুথ থাকবে।

এর আগে আজ বিকেলে রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিকবাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে দুই নারীসহ মারা গেছেন ১৭ জন।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এমকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।