ঢাকা: আধা ঘণ্টার চেষ্টায় তেজগাঁও টিসিবির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।
মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, তেজগাঁওয়ে টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণের সময় মঙ্গলবার ১২টা ২৪ মিনিটে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে, মঙ্গলবার ১১ টা ৫৪ মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমএমআই/এএটি