ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

তারা হলেন- মো. মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া (সেলিম) ও মো. রবিন হোসেন।

বুধবার (৮ মার্চ) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান।

তিনি জানান, রাতে পাঁচজনের পরিবার ঢাকা মেডিকেলে তাদের স্বজনদের খুঁজতে আসেন। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে। বাকি তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মো. মেহেদী হাসানের দুলাভাই আবু তাহের বাংলানিউজকে জানান, আমার শ্যালক সিদ্দিক বাজারের ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানেটারি নামের একটি দোকানে কাজ করতেন। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি বিস্ফোরণস্থলে আছি।

বাকি দুইজনের মধ্যে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া পথচারী ও রবিন হোসেন ওই ভবনের একটি দোকানে কাজ করতো বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ মঙ্গলবার (৭ মার্চ) রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান জানান, মঙ্গলবার (৭ মার্চ) রাত ২টা পর্যন্ত স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মো. মুমিনুর রহমানের উপস্থিতিতে ময়নাতনন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং কম আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ করে এসব সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। আহতদের ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।