ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দোয়েলচত্বরে মৃত নবজাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
দোয়েলচত্বরে মৃত নবজাতক

ঢাকা: রাজধানীর দোয়েলচত্বর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দোয়েলচত্বর মেট্রোরেলের পিলারে গোড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দোয়েলচত্বরে মেট্রোরেলের পিলারের গোড়া থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নবজাতকটি একটি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল।

তিনি আরো জানান, ওই ছেলে নবজাতকের বয়স হবে আনুমানিক তিন দিন। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে নবজাতকটি মারা গেছে, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি লাল কাপড় দিয়ে মুড়িয়ে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। পরে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।