ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘুষ গ্রহণের অভিযোগে খুলনায় অডিটর কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ঘুষ গ্রহণের অভিযোগে খুলনায় অডিটর কারাগারে

খুলনা: ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) খুলনা জেলা বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

 

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা নং ২/২১।

মামলায় দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা যায়, ২০২১ সালে ১৮ মার্চ ডুমুরিয়ার ঘুষের ১৫ হাজার টাকাসহ অডিটর আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে দুদক। ডুমরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের অবসরে যাওয়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিত কুমার নন্দীর কাছে জিপিএফের ফান্ডের টাকা হিসাবের মাধ্যমে টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আলমগীর হোসেন।

অভিযোগ পাওয়ার পর দুদকের একটি আভিযানিক দল অডিটর আলমগীর হোসেনের কার্যালয়ে ঢুকে লেনদেনকৃত ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে। পরে তিনি উচ্চ আদালত থেকে মামলায় অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত জামিন গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।