ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবন পরীক্ষা করা হবে: ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবন পরীক্ষা করা হবে: ডিএসসিসি কথা বলছেন ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঝুঁকিপূর্ণ ভবন নিয়মিত পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা জানান।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমরা সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আজকে ভবনটি সরেজমিনে পরিদর্শনে আসেছি। পরিদর্শনে এসে আমরা সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের (ডিএসসিস) আওতাধীন বিভিন্ন ভবনগুলো নিয়মিত পরীক্ষা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। যাতে আর কোনো দুর্ঘটনার আগে আমরা সতর্কবার্তা দিতে পারি।

তিনি আরো বলেন, বর্তমানে পরিবেশগত বিপর্যয়সহ বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের মধ্যে নিয়ম না মানার প্রবণত দেখতে পাচ্ছি। আমরা নিয়মিত আমাদের অভিযান চালাচ্ছি। তবে সেটা সমাধান নয়। সবাই যদি সচেতন হয় তাহলে এ ধরনের দুর্ঘটনারোধ করা যেতে পারে।

ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, এসির আউটডোর থেকে কাছের দেয়ালের দূরত্ব চার থেকে পাঁচ ফুট হতে হবে। কিন্তু এখানে প্রতিটি ভবনের এসির আউটডোর লাগানো। এর কারণে প্রত্যেকটা ভবন ঝুঁকিপূর্ণ এখানে। যদি কেউ এসি চালু করে, সেটি তার জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এসির গরম হাওয়া বের হওয়ার সুযোগ নেই। এটা আমার পর্যবেক্ষণ। ভবন মালিকদের এসব বিষয় নিয়মিত মনিটরিং করতে হবে।

গুলিস্তান এলাকার বেশিরভাগ মার্কেটে পার্কিংয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সালেহ আহমেদ বলেন, ভবনের অবৈধ ব্যবহার যারা দেখভাল করেন, তারা এটি দেখবেন। এটা নিয়মিতভাবেই তাদের দেখা উচিত। আমরা মূলত ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়মিতভাবে চিহ্নত করবো এবং সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকসহ সবাইকে আমরা সতর্ক করবো।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে কিছু কিছু ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করেছি। এটা আমাদের নিয়মিত কার্যক্রম। প্রত্যেক মাসেই আমরা এটা নিয়ে সভা করে এসব বিষয়ে ব্যবস্থা নেই।

ক্ষতিগ্রস্ত ভবন সম্পর্কে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ। কারণ দুইটি ভবনেরই বেজমেন্ট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একতলা ও দোতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের তলাগুলো বিস্তারিত না দেখে বলা যাচ্ছে না।

এ সময় ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স স্যানেটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।