ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

খুলনা: খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে খুলনার শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবন চত্বরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে নারীরা তাদের পণ্য উৎপাদন করে থাকেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়। কালের বিবর্তনে যেসব ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে এসব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এর মাধ্যমে তারা দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুটির শিল্পের প্রচার প্রচারণার মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাব আমরা। এ মেলার মাধ্যমে পণ্যের সঙ্গে গ্রাহকের সম্মেলন ঘটাতে সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক আশা করেন।  

তিনি বলেন, নারীরা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন, কেএমপির সহকারী পুলিশ কমিশনার এস এম বায়োজিদ ইবনে আকবর ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানর বিশ্বাস বুলু। স্বাগত বক্তব্য দেন বিসিকের জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম এনাম আহমেদ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

৩৫টি স্টলে ১০ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।