ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে ঝরে পড়া ১৭০ মেয়ে শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে ঝরে পড়া ১৭০ মেয়ে শিক্ষার্থী

বরগুনা: জেলার তালতলী উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৭০ জন ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ফিরিয়ে আনাসহ নতুন করে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বরগুনা পৌর শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র পাঠশালায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা জানান, তালতলী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭০ জন ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানের ফিরিয়ে আনাসহ নতুন করে ভর্তি করানো হয়েছে। আগামী দিনগুলোতে জেলার সব কয়টি উপজেলায় এ কার্যক্রম নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বরগুনা জেলা শিক্ষা নেটওয়ার্কের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, জেলা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, বরগুনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আরিফুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সচেতন নাগরিক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রব ফকির, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, আবুল কালাম আজাদ, বিথী হাওলাদার পূজা, বড়বগি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সংস্থাটির অর্থ সম্পাদক সায়রা হাসান রুবী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফরোজা সুলতানা আঁখি, ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন রাখাইন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।